বুধবার, ১৩ মার্চ, ২০১৩

সামসুজ্জামান দুদু আপনাকে বলছিঃ



সামসুজ্জামান দুদু আপনাকে বলছিঃ

আপনি গণতন্ত্র বলতে বলেছেন ___ যারা অন্যায় করবে রাষ্ট্র তাদের বিচার করবে 

যারা পুলিসকে খুন করেছে ও মেরেছে রাষ্ট্র রাষ্ট্রের নিয়ম অনুযায়ী বিচার করবে ।
কিন্তূ পুলিস যাদের গুলি করে মেরেছে তা গণতন্ত্রের পরিপন্থী ।

আমার প্রস্নঃ যারা যারা গাড়ি পোড়াচ্ছে , ককটেল ফাটাচ্ছে, বাড়ি ঘড়ে আগুন দিচ্ছে , খুন করছে তারা কোন গণতন্ত্রের কথা বলছে ? আপনি আপনাদের স্বার্থ কায়েম করার জন্য এই সব অপরাধীদের আপ্নাদের গণতন্ত্রের সৈনিক ভাবছেন ?
আমি আপনার এই গনতন্ত্র হিসাব মানি না । আপনাদের জন্ম ও শুরু স্বৈরতন্ত্র থেকে । লালন পালন করেছেন রাজাকারদের , সন্মানিত করেছেন যুদ্ধাপরাধীদের । অসন্মান করেছেন আমাদের জাতীয় পতাকাকে, এখনও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছেন জাতীয় চেতনাকে ।
আপনাদের মুখে গনতন্ত্র মানায় না । ৭৫ এর ১৫ই আগস্টের পর থেকে আপনাদের অবস্থান কি তা ভেবে দেখুন । ভুলে যাবেন না ২১ শে আগস্ট । ভুলে যাবেন না সারা দেশে সিরিজ বোমা হামলা ।
গত কয়েক বৎসর ভুলে গিয়েছিলাম ককটেল নামক শব্দটির । এবার আপনারা শুরু করেছেন, বাদ যায়নি নারী দিবসের নারী জাগরন মঞ্চে বোমা ।
আপনার গণতন্ত্র যদি হয় ১৫ই আগস্ট , ২১ শে আগস্ট ------, তাহলে আপনার সঙ্গে আমার অনেক ফারাক ।
শুধু মনে রাখবেন বাঙ্গালি একবার জাগলে বিজয় না নিয়ে ঘড়ে ফিরে না ।

কোন মন্তব্য নেই: