Poem




রেল গাড়ির কামড়ায় হটাত দেখা ------,


তুমি আমার বাহান্ন তাস ----, 


কিনু গোয়ালার গলি ----, 



তুমি ছুঁয়ে দাও আমায় -----, 



তুমি সন্ধ্যার মেঘমালা -----, 



হাত বাড়িয়ে ছুঁই না তোকে , মুখ বাড়িয়ে ছুঁই ---, 



আমি হয়তো মানুষ নই -------,



একদিন চলে যাবো -------,



তোমার এই চিঠি এই শীত সকালে ------,



তোমাকে পারিনি ছুতে তোমার তোমাকে -----,



আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই -----,



যদি ভালবাসা পাই -----,



তুই কি আমার দুঃখ হবি ------



সেই কথা  বলা হল না -------,



এসো স্পর্শ করো -------,



তোমাকে এত ভাল লাগে কেন ----------, 




একটু ভালবাসলে কি এমন হয় -------,



অন্তত কেউ আমার জন্য অপেক্ষা করুক ----,



একা একা ভালবেসে এইভাবে বেড়ে যায় পাপ ---,



অনন্ত, মেহেদী পাতা দেখেছ নিশ্চয়ই ---,



বল বীর --
বল উন্নত মম শির ।




যদি আর বাঁশি না বাজে -----




প্রিয় রুদ্র -----




কোন মন্তব্য নেই: