মঙ্গলবার, ৩ জুন, ২০১৪

জাগরন মঞ্চের দরকার




কোন জাতির জনগনের শিক্ষা ও সচেতনার উপর নির্ভর করে সেই দেশের আইন ও প্রশাসনের কার্যক্রম
 
বাংলাদেশের আইন ও প্রশাসনের সমন্বয়ের জন্য দরকার জনগনের শিক্ষা ও সচেতনার
 
এই কথা গুলো বলার কারন বাংলাদেশের সাধারন প্রশাসন, পুলিশ ও র‍্যাবের সীমাহীন দুর্নীতি
 
আইনের অপব্যাবহার এর জন্য ও আইনের সঠিক প্রয়োগ না হওয়ার প্রধান কারন সাধারন জনগনের শিক্ষা ও সচেতনার অভাব


 
সাধারন জনগনের শিক্ষা ও সচেতনার উপর নির্ভর করে সেই দেশের গনতন্ত্র গনতন্ত্রের অপপ্রয়োগ বা অপব্যাবহারের কারন একই
প্রশাসনযন্ত্র সাধারন মানুষের অজ্ঞতাকে ও অসচেতনাকে কাজে লাগিয়ে নিমজ্জিত হচ্ছে সীমাহীন দুর্নীতিতে যার ভুক্তভোগীও সাধারন জনগন
অথচ, এই জনগনই তাদের অজ্ঞতা ও অসচেতনাকে না ভেবে তাদের জীবন যাত্রা  বারবার তুলে দিচ্ছে কিছু ক্ষমতা লোভী, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের হাতে, আর আফসোস করে দোষ দেয় নিজেদের ভাগ্যের
 
প্রশাসনের ও রাজনৈতিক কিছু অজ্ঞ ব্যাক্তির জন্য দেশ পিছিয়ে যাচ্ছে তার ক্রমবর্ধমান অগ্রযাত্রা থেকে এর কারণও সাধারন জনগনের শিক্ষা ও অসচেতনা
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অগণতান্ত্রিক আচরন ও স্বেচ্ছাচারিতার জন্য দায়ী এই সাধারন জনগনের অজ্ঞতা ও অসচেতনতা
কতিপয় লোভী ব্যাক্তির দুর্নীতি, সান্ত্রাসি ও রাজনৈতিক উচ্চাভিলাষের দায় সাকল রাজনৈতিক দলের একই ভাবে এই দায় সরকারের অথচ সকল রাজনৈতিক দলগুলো এই সব দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও ক্ষমতা লোভীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে সাধারন জনগনের অজ্ঞতা ও অসচেতনাকে পুজি করে দেশের অর্থনীতি, সমাজ ব্যাবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সহ রাষ্ট্রের সকল কার্যক্রমকে করছে পঙ্গু রাজনৈতিক দোলগুলো ও হাইব্রিড রাজনৈতিক ব্যাক্তিরা ফায়দা ফায়দা লুটে নিচ্ছে যত্র তত্র ভাবে
আর এর ফল ভোগ করছে সাধারন জনগন   প্রকৃত গণতন্ত্র হারাচ্ছে তার স্বরূপ গণতন্ত্রের প্রকৃত রুপ পেতে হলে জনগণকে হতে হবে শিক্ষিত ও সচেতন মূল্যায়ন করতে হবে তৃণ মূলের রাজনৈতিক কর্মীদের , যারা ভিত তৈরি করে রাজনৈতিক দলগুলোর প্রশাসন ও রাষ্ট্রের কর্মচারীদের উপ রাজনৈতিক প্রভাব দেশের অর্থনীতিকে করছে পঙ্গু
এখন দরকার দেশের প্রীতিটি জেলা-উপজেলায় জাগরন মঞ্চের সচেতন করা দরকার সকলকে জাগরিত হউক জনগন, জাগরিত হউক বাংলাদেশ     

কোন মন্তব্য নেই: