শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

আমার লাশের গন্ধ




আমার ঘাম ঝরানো শ্রমে তোমারা আজ অনেক অর্থ বৈভবের মালিক ।

তোমরা অনেক নামি দামি লোক । তোমরা রাজনৈতিক নেতা । দামি শয্যায় তোমাদের রাত্রি যাপন । বাতাসে আতর লোবানের ঘ্রান । কি দামি তোমাদের  তৈজস পত্র । 

এখন আমি লাশ , তোমাদেরি অবহেলা ও অতি লোভের কারনে । আমি যেখানে মরে আছি সেখানে কি অসহ্য পচা লাশের গন্ধ । তোমাদের ঘুনে ধরা সমাজকে লাথি মেরে চলে গেলাম না ফেরার দেশে । 

এখন শুকে দেখ তোমাদের হাত , তোমাদের সব টাকা কড়ি ও আসবাব পত্রে , যা আমার ঘামে কেনা । শুধুই লাশের গন্ধ ।

এখন শুধুই লাশের গন্ধ । আমার সহকর্মীদের আহাজারি । কি আহ্লাদে ছিল তোমাদের বসবাস । আমি ছড়িয়ে দিয়েছি আমার লাশের গন্ধ তোমাদের সকলের মাঝে ।

আমাকে করুনা করোনা । আমি করুণা চাই না । চাই না তোমাদের শোক ।  

কোন মন্তব্য নেই: