হেফাজতকে
নিয়ে বিএনপির আজকাল খুব মাখামাখি ।
৫
তারিখের ঢাকা অবরোধে সরকার বাধা দিবে কি দিবে না এই ব্যাপারে মাথা ব্যাথা থাকার
কথা হেফাজতের । এই ব্যাপারে হেফাজত বলবে তাদের কর্মসূচী কি হবে । কিন্তূ , কথা
বলছে বিএনপি ।
খালেদা
জিয়া বললেন , হেফাজতের ঢাকা অবরোধে বাধা দিলে তার ফল ভাল হবে না । ব্যাপারটা আমার
কাছে ঠিক বোধগম্য নয় । হেফাজতকে জানতাম একটি অরাজনৈতিক সংগঠন । কিন্তু আজকের
খালেদা জিয়ার কথায় মনে হচ্ছে তা ঠিক না । হেফাজত নিবন্ধন বিহীন একটি রাজনৈতিক দল ।
হেফাজতের এই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থের যোগান দিচ্ছে জামাত । জামাতের
এই অর্থ যোগানের পেছনে রয়েছে তাদের বিশাল স্বার্থ । জামাতকে নিষিদ্ধ করার
প্রক্রিয়া চলছে , যদি জামাত- শিবিরের রাজনীতি নিষিদ্ধ হয় , তাহলে তারা এই হেফাজতের
ব্যানারে নিজেদের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা করে দেশকে একটা জঙ্গী রাষ্ট্রে
রুপান্তর করার আপ্রান চেষ্টা চালিয়ে যাবে । তাতে দেশে সৃষ্টি হবে অস্থিতিশীল
রাজনৈতিক পরিবেশ । ব্যাপারটা , ঘোলা পানিতে মাছ শিকারের মত ।
আমাদের
দেশের একটা বিশাল অংশ অশিক্ষিত ও ধর্মান্ধ । আর এই অংশের সস্তা মানসিকতাকেই কাজে
লাগাতে চাচ্ছে জামাত । এ জন্য যত টাকার প্রয়োজন জামাত তা ব্যায় করবে তাদের হীন
স্বার্থকে চরিতার্থ করার জন্য । এর সঙ্গে জড়িত আছে অনেক ভোট , যা বিএনপির মূল
লক্ষ্য ।
এই বাজে
স্বার্থের রাজনৈতিক কারনে খালেদা ও জামাতের নেতারা প্রকাশ করতে চাচ্ছেন না যে হেফাজত তাদের দাবার
গুটি । বিএনপি হেফাজত ও জামাতের কাঁদে ভর দিয়ে আগামী নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে
। এতে করে প্রমানিত হয় বিএনপি তাদের রাজনৈতিক আদর্শের কাছে পরাজিত ও তাদের জনমত
কমে গেছে । আমার ভয় অন্য জায়গায় , এই জামাত-হেফাজত না আবার বিএনপির রাজনীতিকে
গ্রাস করে ফেলে । কারন হিসাবে হেফাজত-জামাতের ১ টি শর্তই যথেষ্ট । তা হল, নারী
নেতৃত্ব হারাম ।
বাংলার
জনগন বর্বরতাকে ঘৃণা করে । জামাত-বিএনপি-হেফাজত কথায় কথায় নৈরাজ্যের হুমকি দিচ্ছে
। এ হুমকি জনগনের বিরুদ্ধে । যে জনগন তাদের ক্ষমতায় নিবে তাদের মুহুর্মুহু হুমকি
দিয়ে কি আর নির্বাচনের বৈতরণী পার হওয়া যাবে !
যদি বিএনপিকে প্রশ্ন করা যায় আপনারা যে ইসলামের আদর্শে দেশ চালাতে চান , আপনারা নিজেরা কি ইসলামের আদর্শে জীবনযাপন করেন ? প্রশ্ন আমার কোটি বিবেকের কাছে , এদের ভণ্ডামি থেকে নিজেকে ও দেশকে বাচান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন