বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

ক্ষতি হয় না

মসজিদে আগুন দিলে ইসলামের ক্ষতি হয় না ,ঢালাও ভাবে নাস্তিক-মুরতাদ বল্লেও ইসলামের ক্ষতি হয় না , ট্রেনে বা গাড়িতে আগুন দিলে রাষ্ট্রের ক্ষতি হয় না , হরতালের নামে মানুষ খুন করলে আইন অমান্য হয় না ।
চান্দে কারো মুখ দেখা গেলেও ক্ষতি হয় না , মাইকে ঘোষণা দিয়ে জুদ্ধ করলেও ক্ষতি হয় না । প্রকাশ্যে গৃহযুদ্ধ ঘোষণা দিলেও রাষ্ট্রের টনক নড়ে না । দেশ অচল করে দেওয়া হবে বল্লেও রাষ্ট্র দ্রোহিতার মামলা হয় না । প্রকাশ্যে পুলিস পিটিয়ে মেরে ফেললেও রাষ্ট্রের আইন অমান্য হয় না ।

শুধু Facebook বা Blog এ লিখলেই সবার জাত যায় ।
রাষ্ট্রের মুলতন্ত্রে আঘাত লাগে । সরকারকে দেখছি মিথ্যুক হেফাজতে ইস্লাম-জামাত-বিএনপির এজেন্টা বাস্তবায়নের জন্য খুব ব্যাস্ত হয়ে পরেছে । এর কারন কি ? সরকারের কিছু এম পি ইদানিং আক্কেলগুড়ুম ভাষায় কথা বলছে । কার জন্য বা কাকে খুসি করার জন্য ।
Facebook বা Blog এর সদস্যরা স্বাধীন , তারা কারো বাড়ি গাড়িতে আগুন দেয় নি ।
কি ক্ষতি করল সরকার বা সমাজের । জামাত-শিবিরের-বি এন পির এরা Facebook বা Blog এ উল্টা পাল্টা লিখছে । কই এদের ব্যাপারে তো সরকার বা তথাকথিত মৌলবাদদের একটি কথা বলতেও শুনি না ।
যাই হোক, সরকার আগুন খাইলে আংড়া লেদাবে । এটা সরকারের নিজস্ব ব্যাপার ।

কোন মন্তব্য নেই: