রবিবার, ৭ এপ্রিল, ২০১৩

হেফাজতে ইসলাম কি জামাত- শিবিরের আরেক নাম



হেফাজতে ইসলামের জন্ম ২০১০ সালে ।
এটি কোন রাজনৈতিক সংগঠক হিসাবে নিবন্ধন করে নি ।
অথচ এরা নাকি ৫০ লক্ষ লোকের সমাগমে কালকের সমাবেশ করবে , কিভাবে ?

এদের ১৩ টি দাবির মধ্যে ১ টি হল নাস্তিক ব্লগারদের শাস্তির বিধান মৃত্যুদণ্ড করতে হবে । অন্য একটি দাবি মুক্তিযুদ্ধভিত্তিক সকল মূর্তি ভেঙ্গে ফেলতে হবে । আমার প্রশ্ন কেন ?
বাংলাদেশ নামক দেশটি এমনি এমনি হয় । ৩০ লক্ষ শহীদের রক্তে এসেছে এই দেশ ।
এই সব শহীদদের রক্তের দাগ মুছে ফেলতে চাচ্ছে কেন ? এরা কি মুক্তিযুদ্ধ মানে না ?
এদের অবস্থান কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ?
হেফাজতে ইসলাম কি জামাত- শিবিরের আরেক নাম ?

যে ব্লগার নবীজির বিরুদ্ধে লেখেছে তার নাম স্পষ্ট করে উদাহরন সহ না বলে ঢালাও ভাবে বলছে কেন ? তার মানে এরা মনে হয় জানে না কে কি লিখেছে ।
অন্ধকারে ঢিল মেরে জামাতের এজেন্টা বাস্তবায়ন করা যাবে না ।
জামাত-বিএনপি হেফাজতের ছায়াতলে থেকে আন্দোলন সফল করতে পারবেন না ।
সঠিক পথে আন্দোলন করুন , জনগনের সহায়তা পাবেন ।
নইলে আগামি নির্বাচনে জনগন এর জবাব দিবে ।

কোন মন্তব্য নেই: