বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৩

ভয়ংকর বিদ্বান




মাননীয় প্রধানমন্ত্রী,

আপনি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে থামান । এই পাগল আপনার ও আপনার দলের বারটা বাজিয়ে দিচ্ছে পাগলের মত প্রলাপ বকে । উনার বয়স হয়েছে , উনার এখন বিশ্রামের প্রয়োজন । ইতিমধ্যেই উনি অনেক বিতর্কের জন্ম দিয়েছেন ও পাগলের মত অনেক প্রলাপ বকেছেন ।

আপনার মনোনীত দুই জন  স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে একজন সাহারা খাতুন বলেছিলেনঃ ঈদে বাড়ি যাবার সময় ঘরে তালা দিয়ে যাবেন । এটা এক ধরনের ইতরামি । 

বর্তমান জন এখন পর্যন্ত বলে যাচ্ছেন বিল্ডিঙের পিলার ও গেইট ধাক্কা ধাক্কি করার জন্য ৯ তলা বিল্ডিঙটি ভেঙ্গে পড়েছে । এটাও এক ধরনের ইতরামি । 

এই জাতীয় জ্ঞানহীন, বাচাল, ভয়ংকর বিদ্বানদের দ্বারা দল, দেশ, জাতি ক্ষতিগ্রস্থ হয় ।    
দল ও আপনার বারোটার ঘণ্টা বাজার আগেই বিদায় নয়ত বিশ্রামে পাঠান ।
 
আপনি বাচুন , আমরা বাচি , দেশ বাচুক । 

কোন মন্তব্য নেই: