মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

সহিংস হতে বাধ্য করবেন না



এটা আমাদের অহিংস আন্দোলন ।
হেফাজতে ইসলামকে বলেছিলাম আমাদের সহিংস হতে বাধ্য করবেন না ।
আমরা সহিংস হলে আপনাদের পালানোর পথ থাকবে না ।
আপনারা রাজনীতি করেন না , তাই বিশেষ কোন রাজনৈতিক দলের এজেন্টা পালন করতে এসে নিজেদের অস্তিত্বে জনগণকে হাত দিতে বাধ্য করবেন না ।
জামাত-বিএনপি আপনাদের বেশিদিন চুলকানি দিতে দিবে না ।

আর্থিক স্বার্থের জন্য ইসলামকে ব্যাবহার করবেন না ।
প্রজন্ম চত্বর থেকে আপনাদের কেউ আঘাত করতে যায় নাই ।
আপনারা বিশেষ চুলকানিতে এসেছিলেন । আমরা বাধ্য হলাম প্রতিহত করতে ।
আর আগাবেন না । ৭১ এ যা দিতে পারি নাই , এখন তাই দিব ।

কোন মন্তব্য নেই: