মানি না এ রায়
আমি মানি না এ রায় । আমাদের কি বলদ মনে করেছেন মাননীয় আদালত ।
৫ টি অপরাধ নিঃসন্দেহাতিত ভাবে প্রমান হওয়ার পরেও কাদের কসাইয়ের সাজা হইল যাবজ্জীবন ।
কতগুলি খুন , ধর্ষণ , অগ্নিসংযোগ ও লুণ্ঠন করলে ফাঁসি হবে জানতে চাই ।
আদালত অবমাননা হবে কি হবে না এই নিয়া আমার কোন মাথা বেথা নাই ।
যে ৫ টি অপরাধ নিঃসন্দেহে প্রমান হয়েছেঃ
১। কবি মেহেরুন্নেছাসহ বুদ্ধিজীবী হত্যা,
২। পল্লবীর আলোকদি গ্রামে ৩৪৪ জনকে হত্যা,
৩। আইনজীবী-সাংবাদিক খন্দকার আবু তালেবকে হত্যা,
৪। বাংলা কলেজের ছাত্র পল্লবসহ সাত জনকে হত্যা,
৫। কেরাণীগঞ্জের শহীদনগর গ্রামের ভাওয়াল খান বাড়ি ও ঘাটারচরসহ পাশের আরো দু’টি গ্রামের অসংখ্য লোককে হত্যার ঘটনা।''
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন