মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৩

জামাতের এজেন্ট হান্নান শাহ

জামাতের এজেন্ট হান্নান শাহ নব্য রাজাকারঃ


শাহবাগ সমাবেশ নিয়ে হান্নান শাহ: ‘এটা সাজানো নাটক’


 বাংলাদেশের রাজধানীর শাহবাগে তরুণদের চলমান সমাবেশকে 'সাজানো নাটক' বলে অভিহিত করেছেন বিএনপি নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ।

তিনি  এক আলোচনা সভায় বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে টাকা ও লজিস্টিক সাপোর্ট দিয়ে শাহবাগের আন্দোলনকে দলীয়করণ করা হয়েছে- এ অভিযোগ থেকে সরকার মুক্তি পাবে না। এটা রাষ্ট্রীয়ভাবে বন্দোবস্ত করা আন্দোলন। কিন্তু, এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন বলা হচ্ছে।

আ স ম হান্নান শাহ ট্রাইব্যুনাল নিয়ে মন্ত্রীদের নানামুখী মন্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রশ্ন রাখেন, "আমরা কিছু বললে আদালত অবমাননা হয়। আর মন্ত্রীরা বললে তা আদালত অবমাননা হয় না?"

শাহবাগের উপস্থিত তরুণদেরকে ক্ষমতাসীন দলের লোকজন বিস্কুট ও খাবার সরবরাহ করছে বলেও অভিযোগ করেন হান্নান শাহ।

কোন মন্তব্য নেই: