৭১ এর স্বাধীনতা যুদ্ধের আপনার অবদানের কথা কেউ ভুলবে না । স্বাধীনতা যুদ্ধে আপনার অবদানের জন্য জাতি আপনাকে সন্মানিত করেছে একজন জাতীয় বীর হিসাবে । কিন্তূ এখন এখন আপনি যা করছেন , তা কি আপনাকে মানায় ? আপনি কিসের স্বার্থে দিগন্ত TV তে বসে যুদ্ধাপরাধীদের পক্ষে ও শাহবাগের প্রজন্ম স্কয়ারের বিপক্ষে বেসামাল কথা বলছেন । আপনি মনে রাখবেন আপনার কথায় যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বন্ধ হয়ে যাবে না । আপনি যদি একজন মুক্তিযোদ্ধা না হতেন , জনগন আপনার নামের উপর থুথু দিত । এখনও সময় আছে , ফিরে আসুন ৭১ এর রুপে । নইলে জাতি আপনাকে ক্ষমা করবে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন