জামাতের চেয়ে বিএনপির কষ্ঠ বেশি
প্রজন্ম চত্বর নিয়ে জামাতের চেয়ে বিএনপির কষ্ঠ বেশি ।
বিএনপি প্রথম থেকেই বলছে এটা সরকারের নাটক ।
তাহলে বিএনপি এখন কেন আবার সমর্থন দিল ? কিসের আশায় ?
বিএনপির নেতা ও তেনারা ফেইসবুক থেকে শুরু করে সব জায়গাই এখনও প্রজন্ম চত্বরকে নিয়া বাজে বাজে Post দিচ্ছে ।
বিএনপি কেন ট্রাইব্যুনাল ভেঙ্গে দিয়ে জাতিসংঘের কাছে যেতে চায় ?
বিএনপির সমর্থকরা কি জামাত- শিবির ছাড়া চলতে পারে না বা পারছে না ?
বিএনপি কি জামাত- শিবির ছাড়া রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে ?
বিএনপি কি জামাত- শিবিরের কাছ থেকে অনেক অনেক টাকা নিয়েছে ?
বিএনপি কি জামাত- শিবিরের কাছে তাদের রাজনীতি জমা দিয়ে দিয়েছে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন