মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৩

এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন

এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আপনাকে বলছিঃ

আপনি জাতীয় বেঈমান । রাজাকারদের এজেন্ট ।
খন্দকার মাহবুব হোসেন, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায় । আপনি টাকার জন্য এতটাই বদলে গেলেন !!!

আপনি বলছেন বঙ্গবন্ধু সকলকেই ক্ষমা করে দিয়েছিলেন । তা হলে জিয়া সাহেব কোন দালাল আইন বাতিল করেছিলেন ?

"বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এ ট্রাইব্যুনাল ভেঙ্গে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক আইনানুসারে ট্রাইব্যুনাল গঠনের দাবি করেছেন।"

খন্দকার মাহবুব, পৃথিবীতে ৯ টি দেশে যুদ্ধাপরাধীদের বিচার চলছে । সকল দেশেই তাদের নিজস্ব আইনে বিচার করছে । আমরা কেন যাব জাতিসংঘের তত্ত্বাবধানে বিচার করতে ?

বঙ্গবন্ধু ১৯৫ জন পাকিস্তানী সামরিক কর্মকর্তাকে ক্ষমা করেছিলেন সর্ত সাপেক্ষে ।
কিন্তু যারা হত্যা , ধর্ষণ, লুট ও অগ্নিসংযোগ করেছিল তাদের ক্ষমা করেন নাই ।
খন্দকার মাহবুব , আমাদের বিভ্রান্ত করবেন না । আমরা জানি কার কি অবস্থান ।
জাতি আপনাকে ক্ষমা করবে না ।

কোন মন্তব্য নেই: