৭১
এর মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আলবদর, আল-সামস যখন আমাদের খুন করেছিল, আমার মা- বোনকে
ধর্ষণ করেছিল, বারি-ঘর, হাট-বাজার জ্বালিয়ে দিয়েছিল তখন মানবাধিকার লঙ্ঘন হয় নাই ।
আজ
যখন যুদ্ধাপরাধীদের বিচারের সম্মুখীন করে ফাঁসির দাবি তোলা হচ্ছে ও ফাঁসি দেওয়া
হচ্ছে , তখন মানবাধিকার সংস্থা চিৎকার করে বলছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ।
৭১
এ যে ৩০ লক্ষ মুক্তিযোদ্ধা শহিদ হলেন, ২ লক্ষ মা- বোন ইজ্জত হারালেন তাদের
ব্যাপারে তো মানবাধিকার সংস্থা কোন কথা বলে নাই । এমন কি জামাত- শিবির যখন আমার
ভাইদের হাত-পা এর রগ কেটে দিল ও আমাদের ভাইদের গুলি করে, বোমা ফাটিয়ে মারল তখন তো
দেখি নাই কোন কথা বলতে ।
এই যদি হয় মানবাধিকার
সংস্থার কার্যক্রম তাহলে আমাকে বলতেই হচ্ছে , এই সংস্থাটি বাজে সংস্থা । এরা মানবাধিকার
বুঝে না । এই সংস্থার সব কার্যক্রম অর্থ( উৎকোচ) নির্ভর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন