এটা ধর্ম যুদ্ধ না, বা ধর্মের সাথে বিরোধ না
জামাতে ইসলামের রাজনীতি আর ইসলাম এক না ।
এটা ধর্ম যুদ্ধ না, বা ধর্মের সাথে বিরোধ না । এ যুদ্ধ “ যারা ৭১ এ মানুষ
হত্যা করেছে, ধর্ষন করেছে, লুট করেছে, স্বাধীনতাকামী মানুষদের নিজের ঘর
হতে বিতাড়িত করেছে, জোর পূর্বক ধর্মান্তরিত করেছে” , তাদের বিরুদ্ধে”
বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রে যারা রাজনীতি করবে, তাদের সবাইকে অবশ্যই
মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হতে হবে। কেউ সরকারি দল হবে, কেউ বিরোধী দল।
কিন্তু স্বাধীনতা বিরোধী কোনও দল থাকতে পারবে না।
৭১ এ জামাত- শিবির ( ইসলামি ছাত্র সংঘ ) প্রকাশ্যে স্বাধীনতা যুদ্ধের ও
মুক্তিযোদ্ধাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল । তাই জামাত- শিবিরের রাজনীতি
নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল । কিন্তু জিয়াউর রহমান ক্ষমতার লোভে বহু দলীয়
গণতন্ত্রের নামে জামতকে প্রতিষ্ঠা করেছিল ও দালাল আইন বাতিল করে
যুদ্ধাপরাধীদের বিচারিক কার্যক্রম বিলম্বিত করে দিয়েছিল । যার ধারাবাহিকতায়
জামাত এখন বিএনপির ঘরোয়ানা ।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দেশ যখন
সোচ্চার , বিএনপি তখন একে নাটক বলে অভিহিত করছে । বিএনপি বলছে , জামাতকে
তাদের কাছ থেকে সরিয়ে দিতেই নাকি এই নাটক । হায়রে ক্ষমতা , হায়রে লোভ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন