বিএনপি
নিষিদ্ধ করার রাজনীতি করে না ।
কথাটা ঠিক , বিএনপিই প্রথম ৭১ এ নিষিদ্ধ হওয়া
জামাত , মুসলিমলীগ , নেজামে ইসলাম নামক দলগুলিকে তাদের নিজের দল গুছানোর জন্য ,
আর্থিক সমৃদ্ধির জন্য ব্যাবহার করেছে ।
৭৫ এর
পর দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে সংবিধান পরিপন্থী একটি নতুন রাজনৈতিক দল
প্রতিষ্ঠা করে । কিন্তু আর্থিক ও রাজনৈতিক সহযোগিতার জন্য নিষিদ্ধ দল গুলিকে ও
নাগরিকত্ব বাতিলকৃতদের এ দেশে ডেকে এনে নিজেরা যেমন লাভবান হয়েছে , তেমনি ওদের
করেছে প্রতিষ্ঠা ।
নিষিদ্ধ
হওয়া রাজনৈতিক দল গুলির মধ্যে একটি জামাত ১৯৭৯ সালে ঢাকায় জাতীয় কনভেনসন করে শুরু করে তাদের অগ্রযাত্রা । প্রথম দিকে স্বাভাবিক
রাজনীতি করলেও কিছুদিন পরেই শুরু করে দেয় পুরানো রীতি অনুযায়ী সন্ত্রাস , দাঙ্গা ,
ধর্মের নামে হানাহানি । যা তারা করেছিল ৭১ এ ।
ধর্মের
নামে নাশকতার বিরুদ্ধে দেশের জনগন যখন ফুসতে থাকে তখন এই জোট আরও ক্ষিপ্ত হয়ে শুরু
করে বোমাবাজি , গুম , হত্যা । ৯০ এর পরে বিএনপি যখন গোলাম আজমেকে নাগরিকত্ব
দিতে ব্যাস্ত ঠিক তখনি দেশে শুরু হয় যুদ্ধাপরাধীদের বিচার ও গোলাম আজমের নাগরিকত্ব
বাতিল সহ জামাত- শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি ।
বিএনপি
আরও খেপে যায় , এবার জামাতকে তাদের জোটে নিয়ে নির্বাচন করে । জামাতের কাছ থেকে
নেওয়া বিএনপির অর্থ হালাল করতে ও ক্ষমতার পূর্ব শর্ত হসাবে আমাদের গর্বের ,
সন্মানের জাতীয় পতাকা তুলে দেয় ঘৃণিত জামাতের গাড়িতে । যে জামাত আমাদের ভাষা আন্দোলনের শহীদদের সিকার
করে না , যে জামাত স্বাধীনতা যুদ্ধ স্বীকার করে না , তাদের গাড়িতে কেন আমার সোনার
বাংলার পতাকা ? জামাত স্বাধীনতা যুদ্ধকে
স্বীকার করে না জেনেও বিএনপি কেন জামাতের হাতে আমাদের পতাকা তুলে দিল তার সহজ জবাব
বিএনপি নিজেরাও স্বাধীনতা ইতিহাস বিকৃতি করছে ও বিএনপি স্বাধীনতার বিরুধী শক্তি ।
তাই
বিএনপি জামাত এর রাজনীতি নিসিদ্ধ সহ্য করতে পারছে না ও ভবিষ্যতে জামাত যেন ভালভাবে
এ দেশে রাজনীতি করতে পারে তার চেষ্টা চালয়ে যাবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন