শুক্রবার, ২ আগস্ট, ২০১৩

বিএনপি কি জামাত-শিবিরের হেফাজতকারি



বিএনপি চুপ কেন ? কার স্বার্থে ? জনগন না জামাত-শিবিরের
আজ যখন জামাতের রাজনৈতিক নিবন্ধন বাতিল হল বিএনপি চুপ ।
৭১ এর মানবতাবিরোধী কাজে জড়িত থাকার অপরাধে আজ যখন জামাতের কয়েকজনের ফাঁসির রায় হল , সারা বাংলায় যখন আনন্দের জোয়ার বইল , মুক্তিযোদ্ধারা যখন খুশি হইল , ৩০ লক্ষ শহীদের আত্মা যখন শান্তি পেল, ঠিক সেই সময় আমাদের বিএনপি চুপ রইল । 


বিএনপি এর পক্ষ থেকে কোন প্রকার মন্তব্য প্রকাশ করা হই নাই আমরা কি ভাবব যে, এই ফাঁসির রায়ে বিএনপি মর্মাহত ! নাকি তারা হতভম্ব ! শহীদ জিয়া একজন মুক্তিযোদ্ধা উনি যখন ক্ষমতায় তখন বহুদলীয় গণতন্ত্রের নামে জামাতকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছিলেন তারি ধারাবাহিকতায় উনার স্ত্রী রাজাকারদের এই বাংলায় পাকাপোক্ত করেছেন আমাদের জাতীয় পতাকা তুলে দিয়েছেন তাদের গাড়িতে মুক্তিযোদ্ধাদের অপমান করতে জামাত- শিবিরের ডাকা হরতাল নৈরাজ্যকে সমর্থন দেন নৈতিক কারনে আজ যখন জামাত- শিবিরের জঙ্গিরা নৈরাজ্য চালিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে বসত বাড়ি সহ গাড়ি, ব্যাবসা প্রতিষ্ঠানে উপড়ে ফেলছে রেল লাইন , আগুন দিচ্ছে রেল ষ্টেশনে , তখনও উনাদের একজন বলছেন আওয়ামীলীগ দেশকে ঠেলে দিচ্ছে অনিশ্চয়তার দিকে জামাত- শিবির যখন প্রকাশ্যে বলছেদেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিব” , তখনও উনারা নৈতিক সমর্থন দিয়ে বা চুপ থেকেছেন শুধু তাই নয় উনার দলের MP রা স্বাধীনতা যুদ্ধকে নিয়ে উদ্ভট কথা বলা শুরু করেছেন নিলুফার ইয়াসমিন নিলু নামের এক MP তো ৩০ লক্ষ নয় লক্ষ শহীদ হয়েছে বলছেন বঙ্গবন্ধু নাকিপাকিস্তান জিন্দাবাদবলেছেন

খালেদা জিয়া সহ বিএনপির নেতারা বলছেন যাদের বিচার হচ্ছে উনারা নাকি ৭১ কোন মানবতা বিরোধী অপরাধ করেন নাই এই সব কথা বলার জন্য বিএনপিকে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা যেতে পারে সময়ের রায় জনগন দিবে আমার প্রশ্ন , যদি বর্তমান আটক ব্যাক্তিরা মানবতা বিরোধী অপরাধ না করে থাকেন , তা হলে কারা তখন এই অপরাধ করেছিল ? আর বিএনপি কেন এতদিন এর বিচার করেন নাই ? নাকি উনারা চান না তাদের দোসর এই জামাত- শিবিরের রাজাকারদের বিচার করতে ? এটা কি উনাদের রাজনৈতিক ফায়দা লুটার কোন ধান্দা ? নাকি উনারা এমন কিছুই পেয়েছেন জামাতের কাছ থেকে যার জন্য জনবিচ্ছিন্ন হতে উনাদের কোন আপত্তি নাই ? তার পরেও থেমে থাকবে না যুদ্ধাপরাধীদের বিচার কোন দল সমর্থন দিল কি দিল না তার প্রয়োজন নাই  

এই বিচার জনগনের দাবি, এই বিচার সকল মুক্তিযোদ্ধাদের দাবি এই বিচার সকল শহীদের দাবি এই বিচার আমাদের পতাকার দাবি
এ রায় জনগনের আত্মার , এ রায় স্বাধীনতার কথা বলে । 

কোন মন্তব্য নেই: