মনে পরে কি আপনাদের
১ লা মার্চ ২০০৪ সাল । জাতি ভুলে নাই সেই
দিনটি ।
বিএনপি- জামাত জোট চার ঘন্টা অবরুদ্ধ করে
আওয়ামীলীগ অফিসে পুলিসি তান্ডব
চালায় ।
বুটের লাথি , রাইফেলের বাট ও লাঠি দিয়ে পেটানো হয়েছিল সেইদিন ।
এরেস্ট করা হয়েছিল শতাধিক নেতা কর্মীকে ।
তাদের প্রায় সবার ভাগ্যেই জুটেছিল পুলিসের লাথি, আর বেপরোয়া লাঠির আঘাত । ভাংচোর
করা হয়েছিল অফিসের সব আসবাব । বস্তা ভর্তি করে নেওয়া হয়েছিল অফিসের যাবতীয়
কাগজপত্র । সিল গালা করে দেওয়া হয়েছিলি অফিস ।
ছবি তোলতে দেওয়া হয়নি সাংবাদ কর্মীদের । ঢুকতে
দেওয়া হয়নি সাংবাদিকদের আওয়ামীলীগ অফিসের ভিতরে । শেষের দিকে ঢুকতে দেওয়া হয়
সাংবাদিকদের । আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট র এমনকি
শেখ হাসিনা নিজে আসছিলেন নেতা কর্মীদের অবস্থা দেখার জন্য ও প্রশাসনের সহিত কথা
বলার জন্য । উনাকেও আটকে দেওয়া হয় রাস্তায় ।
তখন বিএনপি-জামাত জোট সরকার একটি কথাও
বলেনি । বরংচ তারেক জিয়া বলেছিল রাষ্ট্রের নিরাপত্তার জন্য মাঝে মাঝে কঠোর হতে হয়
। এটা ইসলামেও বলা আছে ।
মনে পরে কি আপনাদের সেই দিনটির কথা ? ১১ই মার্চ বিএনপি অফিসে পুলিস ঢুকেছে বলে তথাকথিত সুশীল
সমাজ ও বিএনপির নেতারা গনতন্ত্র গেল বলে
আহাজারি করছেন । ইতিহাসের পাতায় এরকম আর কখনও দেখা যায় নি । কোথায় ছিলেন ২০০৪ সালে
। সেই দিনটি কি ইতিহাসের পাতায় লেখা হয় নি ! তখন কি গনতন্ত্র বেহাত হয়নি ! নাকি
তখন গণতন্ত্রের সংজ্ঞা ছিল ভিন্ন !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন