লাক্কা
কবুতর পরিপালন ও ব্যাবসায়িক দিক
লাক্কা কবুতর দেখতে
সাদা ও লেজটি ময়ূরের মত দেখতে । এই কবুতর সৌখীন লোকেরা তাদের বাসায় সুন্দরজ
বৃদ্ধির জন্য লালন পালন করে ।
এই জাতের কবুতর
পালনের জন্য খুব বেশী জায়গার প্রয়োজন হয় না । প্রয়োজন শুধু সঠিক পরিচর্যার । মাত্র
২.৫ফুট / ৩ ফুট / ২.৫ মাপের একটি খাচায় পালন করা যায় ।
মাত্র
১০ ফুট/৩ ফুট/৭.৫ ফুট মাপের একটি খাচায় ১২ জোড়া লাক্কা কবুতর পালন করা যাবে খুব সহজেই ।
এখন
আসা যাক ব্যয় এবং লাভের দিক ঃ
ব্যায়
ঃ
১ ঃ ১২ জোড়া লাক্কা কবুতর পালনের জন্য ১০/৩/৭.৫ ফুট
মাপের একটি ভালো লোহার খাচা
বানাতে খরচ পরবে আনুমানিক ১০,০০০/ টাকা ।
২ ঃ এক জোড়া লাক্কা কবুতর ( ৩ মাস বয়সী ) এর দাম
= ২০০০ টাকা ।
১২ জোড়া লাক্কা কবুতরের দাম পরবে = ২৪,০০০/ টাকা
৩ ঃ ১২ জোড়া লাক্কা কবুতরের খাবার বাবদ প্রতি মাসে
আনুমানিক = ২,০০০/ টাকা ।
৬ মাস খাবার বাবদ খরচ পরবে আনুমানিক = ১২,০০০ টাকা ।
৪ ঃ ৬ মাসে ভেক্সিন বাবদ খরচ পরবে আনুমানিক =
২,০০০/ টাকা ।
৬ মাস পর্যন্ত
আনুমানিক খরচ = ( ১+২+৩+৪ ) = ৪৮,০০০/ টাকা ।
( উল্লেখ্য যে, এই
ব্যায় শুধু নিজের বসত বা ফ্লাটের একটি রুমে
করলে,
একটি ১২/১০ ফুট রুমে উপরের মাপের ৩ টি খাচা
রাখা যাবে । )
লাভের দিক ঃ
লাক্কা কবুতরের বয়স
যখন ৬ মাস হবে তখন থেকেই ডিম দেয়া শুরু করবে ।
অর্থাৎ কবুতর কিনে
এনে খাচায় পরিপালনের বয়স যখন ৬ মাস হবে তখন ১২ জোড়া কবুতর থেকে ১২ জোড়া বাচ্চা
পাওয়া যাবে ।
২ মাস বয়সী প্রতি
জোড়া বাচ্চা বিক্রি করা যাবে = ১৫০০/ টাকা করে ।
১২ জোড়া বাচ্চা
বিক্রি করা যাবে = ১৮,০০০/ টাকা ।
এই হিসাবে মোট ব্যায়
তোলে আনতে সময় লাগবে আনুমানিক ৪+৪ = ৮ মাস
।
প্রতি মাসে খাবার
ব্যায় বাদ দিয়ে মাসে ১৬,০০০/ আয় করা যায় খুব সহজেই ।
যদি একটি রুমে ৩ টি
খাচায় ৩৬ জোড়া কবুতর পরিপালন করা যায় ____
ব্যায় হবে ( ৬ মাসের
খাবার ও ভ্যাক্সিন সহ ) আনুমানিক ১,৫০,০০০/ টাকা ।
মোট প্রাক্কলিত ব্যায়
উঠে আসতে সময় লাগবে মাত্র ৪+২ = ৬
মাস ।
এর পর থেকে প্রতি
মাসে খাবার ও ভ্যাক্সিন বাবদ ব্যায় হবে = ৬০০০/
টাকা ।
লাভ হবে প্রতি মাসে
নীট = ৪৮,০০০/ টাকা ।
(
মাত্র ১,৫০,০০০/
টাকা ব্যায় করে , প্রতিদিন মাত্র ২/৩ ঘণ্টা সময় ব্যায় করে ,
৪+২ =
৬
মাসের মধ্যে মূল প্রাক্কলিত ব্যায় ফেরত সহ , প্রতি মাসে ৪৮,০০০/ টাকা
আয় করা আর অন্য কোন ব্যাবসায় আছে কিনা আমার
জানা নাই । )
২টি মন্তব্য:
এই রকম আরও পোস্ট চাই। কবুতর পরিপালন এর বিষয়ে বিস্তারিত জানতে চাই।
Hi sir,
I have seen of ur better comments but i have no roof of building so have u any scope without roof and any short place way then write me and suggest me ok ?
Thanks a lot for give this way for every body wastage of your valuable time . Thanks today.
Babu.
একটি মন্তব্য পোস্ট করুন