মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৩

সব কিছু ভুলে

সকল রাজনৈতিক দলের মুক্তিযোদ্ধাদের বিনয়ের সহিত বলছি , আপনারা সব ভুলে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে রুখে দাড়িয়ে এই বাংলা মাকে সন্মানিত করুন । যেমন করেছিলেন ৭১ এ । আপনারা আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের উৎসাহদাতা । আপনাদের কাছেই শিখেছি দেশকে কিভাবে ভালবাসতে হয় নিজের জীবন দিয়ে ।


আজ সব বিভেদ ভুলে এই ঘৃণিত রাজাকারদের প্রতিহত করুন যার যার অবস্থান থেকে । যে কাজটি আপনারা শেষ করতে পারেন নি ৭১ এ বিজয়ের আনন্দে, সেই কাজটি শেষ করার সময় এসেছে আজ , একে শেষ করারা জন্য আপনাদের সহযোগিতা চায় এই প্রজন্ম ।

এই প্রজন্ম বুঝে আপনাদের ত্যাগ, বুঝে আপনাদের অভিমান, বুঝে আপনাদের না পাওয়ার বেদনা । তাই আমারা মিনতি করছি আপনাদের , আমাদের হাতকে শক্তিশালী করতে সব ভুলে এগিয়ে আসুন । যেমন করেছিল ৭১ এ আপনাদের পিতা- দাদা-মা-বোন-ভাই ।
আজ যদি আপনার কেউ কেউ এগিয়ে না আসেন , বিবেক আপনাদের ক্ষমা করবে না ।

রাজাকারের বাচ্চারা এখন যদিও আপনাদের কাউকে খুব বেশি সন্মান ও সন্মানি দিয়ে তাদের নিজেদের পক্ষে কথা বলাতে পারছে , এই তারাই তাদের স্বার্থ হাসিল হওয়ার পর আপনাদের ছুড়ে মারবে আস্থাখুড়ে । ধর্ষণ করবে আপনার মেয়ে বা নাতনীকে, খুন করবে আপনার ছেলে বা নাতিকে, পুড়িয়ে দিবে আপনাদের সব ।

এখনি সময় ওদের মুল থেকে উপড়ে ফেলার ।

1 টি মন্তব্য:

full moon বলেছেন...

যেদিন আমাদের চেতনা বোধ পরিপূর্ণ হবে সেদিন বলতে হবে না । একটু ভাবতে দিন ভাইজান ক্যামন ?