কোন জাতির জনগনের
শিক্ষা ও সচেতনার উপর নির্ভর করে সেই দেশের আইন ও প্রশাসনের কার্যক্রম ।
বাংলাদেশের আইন
ও প্রশাসনের সমন্বয়ের জন্য দরকার জনগনের শিক্ষা ও সচেতনার ।
এই কথা গুলো বলার
কারন বাংলাদেশের সাধারন প্রশাসন, পুলিশ ও র্যাবের সীমাহীন দুর্নীতি ।
আইনের অপব্যাবহার
এর জন্য ও আইনের সঠিক প্রয়োগ না হওয়ার প্রধান কারন সাধারন জনগনের শিক্ষা ও সচেতনার
অভাব ।
সাধারন জনগনের
শিক্ষা ও সচেতনার উপর নির্ভর করে সেই দেশের গনতন্ত্র । গনতন্ত্রের অপপ্রয়োগ
বা অপব্যাবহারের কারন একই ।
প্রশাসনযন্ত্র
সাধারন মানুষের অজ্ঞতাকে ও অসচেতনাকে কাজে লাগিয়ে নিমজ্জিত হচ্ছে সীমাহীন দুর্নীতিতে
। যার ভুক্তভোগীও সাধারন জনগন ।
অথচ, এই জনগনই
তাদের অজ্ঞতা ও অসচেতনাকে না ভেবে তাদের জীবন যাত্রা বারবার তুলে দিচ্ছে কিছু ক্ষমতা লোভী, দুর্নীতিবাজ,
সন্ত্রাসীদের হাতে, আর আফসোস করে দোষ দেয় নিজেদের ভাগ্যের ।
প্রশাসনের ও রাজনৈতিক
কিছু অজ্ঞ ব্যাক্তির জন্য দেশ পিছিয়ে যাচ্ছে তার ক্রমবর্ধমান অগ্রযাত্রা থেকে । এর কারণও সাধারন জনগনের শিক্ষা ও অসচেতনা ।
বাংলাদেশের রাজনৈতিক
দলগুলোর অগণতান্ত্রিক আচরন ও স্বেচ্ছাচারিতার জন্য দায়ী এই সাধারন জনগনের অজ্ঞতা ও
অসচেতনতা ।
কতিপয় লোভী ব্যাক্তির
দুর্নীতি, সান্ত্রাসি ও রাজনৈতিক উচ্চাভিলাষের দায় সাকল রাজনৈতিক দলের । একই ভাবে এই দায় সরকারের । অথচ সকল রাজনৈতিক দলগুলো এই সব দুর্নীতিবাজ,
সন্ত্রাসী ও ক্ষমতা লোভীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে সাধারন জনগনের অজ্ঞতা ও অসচেতনাকে পুজি
করে দেশের অর্থনীতি, সমাজ ব্যাবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সহ রাষ্ট্রের সকল কার্যক্রমকে
করছে পঙ্গু । রাজনৈতিক দোলগুলো ও হাইব্রিড রাজনৈতিক ব্যাক্তিরা
ফায়দা ফায়দা লুটে নিচ্ছে যত্র তত্র ভাবে ।
আর এর ফল ভোগ
করছে সাধারন জনগন । প্রকৃত
গণতন্ত্র হারাচ্ছে তার স্বরূপ । গণতন্ত্রের প্রকৃত রুপ পেতে হলে জনগণকে হতে
হবে শিক্ষিত ও সচেতন । মূল্যায়ন করতে হবে তৃণ মূলের রাজনৈতিক কর্মীদের
, যারা ভিত তৈরি করে রাজনৈতিক দলগুলোর । প্রশাসন ও রাষ্ট্রের কর্মচারীদের উপ রাজনৈতিক
প্রভাব দেশের অর্থনীতিকে করছে পঙ্গু ।
এখন দরকার দেশের প্রীতিটি জেলা-উপজেলায় জাগরন মঞ্চের । সচেতন করা দরকার সকলকে । জাগরিত হউক জনগন, জাগরিত হউক বাংলাদেশ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন