আজ গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন ।
স্বাভাবিক রাজনৈতিক ধারার আওয়ামী পন্থী ও
বিএনপি পন্থীর দুইজনের মধ্যেই হবে জয় পরাজয়ের ফলাফল । এর আগের চারটি সিটি
কর্পোরেশনের নির্বাচনে বিএনপি পন্থী ধর্মকে সহজ বিক্রির মাধ্যমে জয় পেয়েছে । একই
কায়দায় তারা গাজিপুরেও ধর্মকে টেনে এনেছে নির্বাচনে জয় পেতে ।
আমরা কতটাই নির্বোধ , সাধারন একটি
নির্বাচনে জয় লাভ করতে ধর্মকে বিকিয়ে দিচ্ছি কিছু লোভী , চোর ও ধর্ম ব্যাবসায়ির
কাছে । একবার চিন্তা করে দেখি না ধর্ম আর দেশীয় রাজনীতি এক নয় । আর যারা ধর্মকে
ঢাল হিসাবে ব্যাবহার করে নির্বাচনী বৈতরণী পার হছে , তারা ইসলাম ধর্মকে কতটুকু অবজ্ঞা
বা অপমান করছেন সে হিসাব কি করেন ।
উনারা বারবার ইসলামকে ব্যাবহার করে
ইসলামের সর্ব শ্রেষ্ঠ আয়োজন হজ্বের টাকা
অবলীলায় চুরি করেন । চুরি করেন মসজিদ মাদ্রাসার জন্য দেয় অনুদান । এদের কাছে ইসলাম
কখনই নিরাপদ ছিল না , নিরাপদ থাকবেও না ।
আমরা হয়তো দেখব গাজিপুরেও এইসব ধর্ম
ব্যাবসায়িদের কাছে বিক্রি হয়ে গেছে জনগনের
উন্নয়নের গতিপথ । একজন ধর্ম ব্যাবসায়ি কখনই জনগনের প্রত্যাশা পুরন তো দূরে থাক
ধর্মের ক্ষতিই বেশি করে । এরা ধর্মের নামে অধর্মের কাজে নিয়োজিত হয়ে হজ্বের টাকা
চুরি সহ মসজিদ-মাদ্রাসার নামে টাকা এনে ভাগ বাটোয়ারা করে নিজেদের ভোগ বিলাসে
ব্যাস্ত থাকে ।
এই সব লোভীদের নির্বাচনী বৈতরণী পার করতে জামাত-বিএনপি বরাবরই
পটু সেই ৭৫ এর পর থেকেই । এখন আবার নতুন করে যোগ হয়েছে জামাতের অন্য একটি
হাত হেফাজত ।
এই জামাত-হেফাজত মানুষের রগ কাটা , খুন
করা , রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করা সহ আমাদের পবিত্র কোরআন শরিফ পুড়ানো পর্যন্ত
সকল কাজই ইতিমধ্যে করেছে , যা দেশবাসী সকলেই দেখেছে । শুধু তাই নয় , এই
ধর্মান্ধতাকে কাজে কাজে লাগিয়ে কোন একজনকে চাঁদে দেখা গেছে বলে খুন করে ফেলেছে ৭
জন পুলিস সহ অনেক সাধারন মানুষ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন