Budgerigar পাখি দেখতে বিভিন্ন রঙের দেখতে হয়। এই পাখি সৌখীন লোকেরা তাদের বাসায় সুন্দরজ বৃদ্ধির
জন্য লালন পালন করে ।
এই জাতের পাখি পালনের
জন্য খুব বেশী জায়গার প্রয়োজন হয় না । প্রয়োজন শুধু সঠিক পরিচর্যার । মাত্র ১০ ফুট/১০ ফুট মাপের একটি ঘড়ে
প্রায় ১০০ জোড়া Budgerigar পাখি পালন করা যাবে
খুব সহজেই ।
এখন
আসা যাক ব্যয় এবং লাভের দিক ঃ
ব্যায়
ঃ
১ ঃ ১০০ জোড়া Budgerigar
পাখি পালনের জন্য ১০/১০ ফুট মাপের
একটি ঘড়ের ভারা লাগবে আনুমানিক ২,০০০ টাকা x ৪ মাস=৮,০০০ টাকা।
২ ঃ এক জোড়া
পাখির ( ৪ মাস বয়সী ) দাম = ৪০০ টাকা ।
১০০ জোড়া পাখির দাম পরবে = ৪০,০০০/ টাকা
৩ ঃ ১০০ জোড়া পাখির খাবার বাবদ প্রতি মাসে আনুমানিক
(৩০০কেজি x ২০টাকা)
= ৬,০০০/ টাকা ।
৪ মাস খাবার বাবদ খরচ পরবে আনুমানিক =
২৪,০০০ টাকা ।
৪ ঃ ৩ মাসে ভেক্সিন বাবদ খরচ পরবে আনুমানিক =
২,০০০/ টাকা ।
৫ ঃ ১০০ টি কলসি( পাখির বাসা) ১৫x১০০ = ১৫০০ টাকা
৪ মাস পর্যন্ত
আনুমানিক খরচ = ( ১+২+৩+৪+৫ ) = ৭৫,০০০/ টাকা ।
লাভের দিক ঃ
Budgerigar পাখির বয়স যখন ৮ মাস হবে তখন থেকেই ডিম দেয়া শুরু করবে
। অর্থাৎ পাখি কিনে এনে খাচায়
পরিপালনের বয়স যখন ৪ মাস হবে তখন ১০০ জোড়া পাখি থেকে প্রায় ৩০০ জোড়া বাচ্চা পাওয়া
যাবে ।
২ মাস বয়সী প্রতি জোড়া
বাচ্চা বিক্রি করা যাবে = ৩০০/ টাকা করে ।
৩০০ জোড়া বাচ্চা
বিক্রি করা যাবে = ৯০,০০০/ টাকা ।
এই হিসাবে মোট ব্যায়
তোলে আনতে সময় লাগবে আনুমানিক ৪ মাস ।
মাসে সকল ব্যায় বাদ
দিয়ে প্রতি মাসে ২০,০০০/ আয় করা যায় খুব সহজেই ।
Budgerigar পাখি প্রতি ৩ মাস পর
পর ৬ থেকে ৮ টি বাচ্চা দেয় ।
পালন শুরুর ৪ মাস পর থেকে
যদি একটি রুমে ১০০ জোড়া পাখি পরিপালন করা যায় __
ব্যায় হবেঃ ( ৩ মাসের
খাবার ও ভ্যাক্সিন সহ ) আনুমানিক ৩০,০০০/ টাকা ।
প্রতি ৩ মাস পর পর
বাচ্চা পাওয়া যাবে প্রায় ৩০০ জোড়া ।
যা বিক্রি হবে
আনুমানিক = ৯০,০০০/ টাকা ।
এতে করে প্রতি মাসে
আয় হবে ২০, ০০০ টাকা ।
( অল্প
পরিসরে মাত্র ৭০,০০০/ টাকা ব্যায় করে , প্রতিদিন মাত্র ২/৩ ঘণ্টা সময় ব্যায় করে ,
৪
মাসের মধ্যে মূল প্রাক্কলিত ব্যায় ফেরত সহ , প্রতি মাসে ২০,০০০/ টাকা
আয় করা আর অন্য কোন ব্যাবসায় আছে কিনা আমার
জানা নাই । )
1 টি মন্তব্য:
এই পাখি পালনের ব্যাপারে আরও বিশদ জানতে চাই ।
একটি মন্তব্য পোস্ট করুন